November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 3:12 pm

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থই আমাদের সর্বাগ্রে দেখতে হবে। প্রত্যেক রাষ্ট্র তার নিজের স্বার্থ রক্ষা করে, আর যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন—জনগণকে সঙ্গে নিয়ে দাবিগুলো আদায়ে চাপ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকলে দেশের স্বার্থ রক্ষার প্রয়োজনীয় গুরুত্ব বা শক্তি অর্জন করা যায় না। আর হাসিনা সরকারের মতো জোর করে ক্ষমতা দখল করলে তো তা সম্ভবই নয়। ফখরুলের দাবি, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পায়, তাহলে ফারাক্কা ও তিস্তা ইস্যুসহ পানি বণ্টনকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হবে।

সীমান্তে হত্যাকাণ্ড, পানির ন্যায্য হিস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও জোর দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ চাইলে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে। ৭১ সালে তারা আমাদের সহযোগিতা করেছে, তাই আরও সহযোগিতা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মোদি সরকার উল্টো বিভিন্ন চাপ সৃষ্টি করেছেন—সব নিয়ে গেছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছুই দেননি।

ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানে একটি গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

এনএনবাংলা/