November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 3:25 pm

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

 

সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়ার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ওয়ারেন্টভুক্ত মামলায় হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান রিয়া মনির মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী তখন জানান, হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় হিরো আলম জামিনে ছিলেন। কিন্তু তিনি জামিনের শর্তগুলো লঙ্ঘন করছিলেন। এ কারণেই তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহের জেরে হিরো আলম রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে সমঝোতার কথা বলে হাতিরঝিল থানার কাছে একটি বাসায় তাকে ডেকে নেন। সেখানে হিরো আলম, তার সহযোগী সেলিম এবং আরও ১০-১২ জন মিলে রিয়া মনিকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করেন। একই সঙ্গে তার গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়।

এনএনবাংলা/