November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 4:37 pm

‘গণভোটে চারটির কোনো একটি প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কই’, প্রশ্ন রিজভীর

 

গণভোটে অংশ নিতে আগ্রহী সাধারণ মানুষের প্রকৃত মতামত জানানোর সুযোগ কোথায়—এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গণভোটে রাখা চারটি প্রশ্নের কোনো একটির সঙ্গেও দ্বিমত পোষণের সুযোগ নেই, ফলে নাগরিকদের মতামত প্রকাশের পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, “গণভোটের প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যেখানে অসম্মতির কোনো বিকল্প নেই। মানুষ যদি একমত না হয়, সেই মতামত দেওয়ার উপায় প্রশ্নপত্রে উল্লেখ নেই।” তার দাবি, সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে এমন সরল ও সুস্পষ্ট ভাষায় প্রশ্নগুলো তৈরি করা উচিত ছিল।

রাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, সারাদেশে মানুষ নানামুখী দুর্ভোগে থাকলেও তা লাঘবে সরকারের উদ্যোগ দেখা যায় না। স্বাধীনতার পর থেকেই জনসেবামূলক কাজে রাষ্ট্রের মনোযোগ কম ছিল বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গণভোট বা পিআর-ব্যবস্থা নিয়ে ব্যস্ত না থেকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই জরুরি।

বিএনপির সমর্থিত জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদটি জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি; এটি আরও স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন ছিল।

এ সময় ভারত থেকে বিপুল অর্থ এনে দেশে নাশকতার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তার দাবি, আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। শেখ হাসিনার বিচার আদালতের বিষয় উল্লেখ করে তিনি বলেন, জনগণ শুধু ন্যায়বিচারই দেখতে চায়।

দেশের পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে ঘোলাটে করে তোলা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ‘পতিত স্বৈরাচার’ প্রতিবেশী দেশে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় গাড়ি পোড়ানো ও সহিংসতার ঘটনাকে আওয়ামী লীগের ‘পুরোনো সংস্কৃতি’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সরকার শুরু থেকেই ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে ফেলতে পারলে এ ধরনের ঘটনা ঘটত না।

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/