November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 4:48 pm

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের সময়ে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এক দিন এবং নির্বাচনের পর তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রযোজ্য থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা পরিবর্তন করা হতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় মোট প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি থাকবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র‌্যাব প্রায় ৮ হাজার এবং আনসার বাহিনীর সদস্য সংখ্যা হবে সাড়ে পাঁচ লাখের মতো। নির্বাচনের ব্যবস্থাপনায় এবারের আনসারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরা সরবরাহ করা হবে।

নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই।

সরকার পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে যে সরকার পরিবর্তিত হয়েছে, তা কোনো তিনজন ব্যক্তির কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই এটি সম্ভব হয়েছে। আপনি দেখেছেন, কীভাবে তারা দেশ ছাড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরাও পালিয়েছে। এটি একজন বা দুজনের কারণে হয়নি, এটি জনগণের ইচ্ছার প্রকাশ।

মতবিনিময়কালে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশনও পরিদর্শন করেন।

এনএনবাংলা/