November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 5:01 pm

আজ থেকে নতুন পোশাকে নামছে পুলিশ

 

জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের কারণে বাংলাদেশ পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। তখনই দাবী ওঠে, পুলিশ বাহিনীকে সংস্কার করা এবং তাদের পোশাক পরিবর্তন করা জরুরি। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করেছিল।

শুক্রবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক কার্যকর হয়েছে। তবে এটি এখন সব পর্যায়ে বা সকল সদস্যের জন্য নয়; নতুন পোশাক সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। নতুন পোশাকে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা পুরোনো নীল ও সবুজ রঙের পরিবর্তে এক নতুন রঙের পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, “আজ থেকে নতুন পোশাক কার্যকর হয়েছে। এটি ধাপে ধাপে সব সদস্যের মধ্যে বিতরণ করা হবে।”

এর আগে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছিলেন, নতুন পোশাকের সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের মনোভাব ও মানসিকতাতেও পরিবর্তন আনা জরুরি। তিনি জানান, নতুন পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ, র‌্যাব এবং আনসারের জন্য, এবং এটি ধীরে ধীরে প্রয়োগ করা হবে, একসাথে সব সদস্যকে দেওয়া সম্ভব নয়।

তিন বাহিনীর নতুন পোশাকের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা।

এনএনবাংলা/