November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 7:08 pm

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তৃতীয় ধাপ আগামী সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এই ধাপে জামায়াতে ইসলামীসহ মোট ১২টি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০:৩০ টায় শুরু হবে সংলাপের প্রথম পর্ব, যা চলবে দুপুর ১২:৩০ পর্যন্ত। প্রথম পর্বে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল, যথা- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

এরপর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে আরও দুই ঘণ্টার আলোচনা, যেখানে অংশ নেবে ৬টি দল। এই ভাগে রয়েছে- বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি, এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

ইসি চেয়ারম্যান এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে মোট ১২টি দলের সঙ্গে দুই পর্বে আলোচনার আয়োজন করা হয়। রবিবার আরও ১২টি দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে একসাথে অনুষ্ঠিত হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে এবং সংলাপের জন্য ধাপে ধাপে কোন দলকে কখন ডাকা হবে, তা ইসি সময়সূচিসহ প্রকাশ করছে।

এনএনবাংলা/