জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ নভেম্বর,
জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে ৫ শতাধিক ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশাতে ধানের জমিতে দাড়িয়ে থাকা ব্যক্তির রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন করেছে চালকরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চিনিকল রোড থেকে শোডাউনটি বের হয়ে হিচমী বাজার পর্যন্ত গিয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।
ফেস্টুনে দেখা যায়, ধানের জমিতে এক ব্যক্তি দাড়িয়ে রিভিউ আবেদন করছেন। তার নিচে লেখা রয়েছে ‘পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন’।
জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। সেই মনোনয়নকে কেন্দ্র করে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের সমর্থকরা।

আরও পড়ুন
নীলফামারীতে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দৌলতপুর থানা জামায়াতের জনসমাবেশ একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন দেওয়ায় জনগণকে সংকটে ফেলে দেওয়া হয়েছে : মিয়া গোলাম পরওয়ার
নাটোরে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ