ঢাকার একটি আদালত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, পাশাপাশি হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন জানান, তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে যুক্ত করা হবে। এ আশ্বাসে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লাখ টাকা গ্রহণ করেন তারা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী টাকা ফেরত চাইলে আসামিরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, ১১ ফেব্রুয়ারি পাওনা দাবি করলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন ও তার ভাইসহ আরও কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন, আর কখনো তাদের বাসায় টাকা চাইতে গেলে জানে মেরে ফেলা হবে।
এ ঘটনায় ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে বাদী ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল