রাজধানীর রায়েরবাজার গণকবরে সমাহিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল আগামী মাসে বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম দেশে পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে শহীদদের পরিচয় শনাক্তের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ লক্ষ্যে একটি অস্থায়ী মর্গ স্থাপন করা হবে, যেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করবে বাস্তবায়নকারী সংস্থা সিআইডি।
এর আগে তিনি রায়েরবাজার গণকবরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল