Sunday, November 16th, 2025, 6:02 pm

ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যাই হোক না কেন তা কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও জানিয়েছেন, দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর এবং ফ্রি ও ফেয়ার করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘বর্তমান পরিস্থিতি খুবই খারাপ নয়, তবে সম্পূর্ণ ভালোও নয়। মোটামুটি সন্তোষজনক অবস্থা রয়েছে।’

সর্বশেষ, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের জনগণকে সবাইকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

এনএনবাংলা/