November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 16th, 2025, 7:30 pm

জামায়াত নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায়- প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামী দেশকে গভীর সঙ্কটে ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংবিধানের অপব্যাখ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ, শপথ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ানক তৎপরতায় লিপ্ত রয়েছে তারা। একক ভাবে নির্বাচন করে তারা দুইটির বেশী আসন পায় নাই, তারা আবার চার বার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দলের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করতে চায়।

তিনি আজ (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের নাশুল্লা বাজারে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে তিনি নাশুল্লা বাজারে গণসংযোগ করেন এবং তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যত পতিকল্পনা ও আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়ে তুলতে তার নিজের পরিকল্পনা সম্বলিত লিফলেট উপস্থিত জন  সাধারণের মাঝে বিতরণ করেন ।

পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে যখন ঐক্য আরো মজবুত করা প্রয়োজন, তখন একটির পর একটি নন ইস্যু কে ইস্যু বানাতে জমায়াত শরগোল করে ঐক্যে ফাটল ধরাচ্ছে। পিআর, গণভোট নিয়ে ইস্যু বানাতে ব্যর্থ হয়ে এখন সংবিধানের অপব্যাখ্যা দিয়ে নির্বাচন, প্রধান উপদেষ্টাসহ উপদেস্টাদের নিয়োগ, শপথ নিয়ে বিতর্ক তোলার চেষ্টা করছে। কোনো রাখ ঢাক না রেখেই “২৬ সালের জাতীয় নির্বাচনের আইনি কোনো ভিত্তি নেই” বলে তারা স্বঘোষিত নির্বাচন বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের সকল ইস্যু যে নির্বাচন বানচালের প্রজেক্ট এটা আজ দিনের আলোর মতো স্পষ্ট।

তিনি আরো বলেন, জামায়াত নেতারা ইচ্ছাকৃতভাবে সংবিধানের অপ ব্যাখ্যা দিচ্ছে। সংবিধান বা আইনে কোথাও লেখা নাই যে, সংসদ ভেঙ্গে দেয়ার পর ভেঙ্গে যাওয়া সংসদের মেয়াদে নতুন নির্বাচন হতে পারবে না। বরং স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশে সংসদ ভেঙে দেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী রাজনৈতিক দল সমুহের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের আমূল সংস্কারের প্রয়োজনে সংসদ ভেঙ্গে দেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন না হলেও ছাবিশের ফেব্রুয়ারীতে নির্বাচন হতে কোনো বাধা নাই। ভেঙ্গে যাওয়া সংসদের মেয়াদ পূর্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না করার কথা বলা অর্বাচিনতা ছাড়া কিছু নয় । জামায়াত যে নির্বাচন বিলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায়, জমায়াত নেতাদের এ ধরণের বক্তব্য তা প্রমাণ করে।

নির্বাচন বিরোধী যে কোনো চক্রান্ত পনেরো বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ বরদাশত করবে না। জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিতে উন্মুখ হয়ে আছে । বিএনপির বিরুদ্ধে জামায়াতসহ কয়েকটি দল ও বট বাহিনীর অব্যাহত অপপ্রচার সত্ত্বেও বিএনপির পক্ষে গ্রাম শহরে জনজোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখে জমাতিদের মাথা খারাপ হয়ে গেছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম চেয়ারম্যান আমতৈল ইউনিয়নের বর্তমান শফিকুর রহমান, স্বদেশী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন, কৃষক দলের উপজেলা সভাপতি অনোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল হাই, বিএনপি নেতা আবদুল জব্বার খান, আবুল কালাম, আমিনুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন ।