ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনে ডাম্পিংয়ে রাখা পরিত্যক্ত একটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে থানার ডাম্পিং এলাকায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ডাম্পিংয়ে থাকা লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুজন ব্যক্তি পরিত্যক্ত লেগুনাটিতে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারীর চিৎকারে তারা দ্রুত পালিয়ে যায়। হঠাৎ এই ঘটনার পর থানা চত্বর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা—এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনার কারণ উদঘাটনে যৌথভাবে কাজ শুরু করেছে। থানা এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত ৫, আহত ২০
কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থল নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’