বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচার নিশ্চিত করবে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’
তিনি আরও উল্লেখ করেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। গত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে তিনি ভারতে চলে যান। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। পলাতক দেখিয়ে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য চালানো হয়।
অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অপরাধ স্বীকার করে ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।
গত ২৩ অক্টোবর শুনানি ও যুক্তিতর্ক শেষে মামলাটির বিচারকার্য সম্পন্ন হয়। সেদিনই ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করে।
আজকের এ রায় সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায়ও প্রদর্শনের ব্যবস্থা থাকবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ দেশি-বিদেশি গণমাধ্যম রায় সরাসরি সম্প্রচার করতে পারবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর
হাসিনার মৃত্যুদণ্ড একটি মাইলফলক রায়: সালাহউদ্দিন আহমদ
হাসিনা কি আপিল করতে পারবেন, আইনে কী রয়েছে?