অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ। বর্তমানে তার অর্ধ ডজন ছবি মুক্তির অপেক্ষায়। তিন বছর পর আবারও জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা করছেন সিয়াম। বুধবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ঘোষণা দিয়েছে, জাজের প্রযোজনায় ‘রাস্তা’ নামে নতুন ছবিতে কাজ করবেন সিয়াম। এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে নায়ক নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই। এছাড়া এক বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বলেছে, এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। আগামী জানুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। এক হাজার এক টাকায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা; না জাজের প্রতি সন্মান; সেটা আমরা জানি না। এ বিষয়ে সংবাদমাধ্যমে সিয়াম বলেন, ‘প্রথমে ‘রাস্তা’ সিনেমাটির জন্য আমি কোনো পারিশ্রমিক নিতে চাইনি। পারিশ্রমিক না নিলে চুক্তি বাস্তবায়ন হয় না তাই নামে মাত্র পারিশ্রমিক নিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। কারণ, আমার ক্যারিয়ারের প্রথম দিকে ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার জন্য মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখনো আমাকে অনেকেই সুজন আবার কেই তুলা বলে ডাকে। সেই ভালোবাসাটা আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আমাদের যে টিম ছিলো সেই টিমের উপর মানুষের যে বিশ্বাস ছিলো সেটা নষ্ট করতে চাই না। এটার জন্য আমি এতোদিন অপেক্ষায় ছিলাম। ফাইনালি সেটা পেয়েছি।’ এর আগে নির্মাতা রায়হান রাফি ও সিয়াম জুটি বেঁধে জাজ মাল্টিমিডিয়া হয়ে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন। ‘রাস্তা’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত