ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি জানান।
সারজিস আলম বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায়ের মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পেয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। পাশাপাশি, তার দলও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবি জানাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যদি রায় কার্যকর করা যায়, তাহলে সাধারণ মানুষ শান্ত মনে নির্বাচনে যেতে পারবে। এজন্য যেকোনো উপায় অবলম্বন করে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
কৈফিয়তের জন্য চাপ বাড়বে, তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত
শেখ হাসিনা ও কামালের প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি পাঠাবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা