November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 4:31 pm

‘আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন’

 

শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আমি মনে করি, আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। বিশেষ করে আজ আমার মনে পড়ছে যারা ওই সময় প্রাণ হারিয়েছিলেন।”

ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন সোমবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

প্রায় দুই ঘণ্টা ১০ মিনিট ধরে সংক্ষিপ্ত রায় পড়ার পর দুপুর ২টা ৫০ মিনিটে মূল রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

এনএনবাংলা/