ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুরে ছয় জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আপাতত তিনি পলাতক আছেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২ টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, পলাতক অবস্থায় থাকার কারণে শেখ হাসিনা আপিল করতে পারবেন না। ট্রাইব্যুনাল আইনে বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। তবে আপিলের জন্য সাজাপ্রাপ্ত আসামিকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হতে হবে।
এর আগে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেছেন, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর বা শিশুদের অগ্রাধিকার দেওয়া হলেও, রায় প্রদানের ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও বিশেষ সুবিধা দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও এর কোনো ব্যতিক্রম নেই।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
শেখ হাসিনা ও কামালের প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি পাঠাবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা