November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 6:31 pm

আ. লীগের সাবেক এমপি’র ভাইয়ের বাড়িতে জনতার আগুন

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই উত্তরা সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়িটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাবেক সংসদ সদস্যের বাসার ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং বাড়ির সামনে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পরে ফায়ার সার্ভিস জানায়, তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএনবাংলা/