November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 8:47 pm

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবো না: সজীব ওয়াজেদ জয়

ফাইল ফটো

 

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেবো না।’

আজ (সোমবার) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে, এবং আমরা যা কিছু করা দরকার তা করবো। আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে, তাহলে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে…সংঘর্ষ হতে পারে।’

তথ্যসূত্র: ডি ডাব্লিউ

এনএনবাংলা/