বাংলাদেশের তিনটি মাছ ধরার নৌকা ও এতে থাকা ৭৯ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্টগার্ড। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়
খবরে বলা হয়েছে, ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নৌকাগুলো আটক করে ভারতীয় কোস্টগার্ড। ওই সময় বাংলাদেশি নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
অভিযানের সময় আটক জেলেরা কেউই ভারতীয় জলসীমায় মাছ ধরার বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। তাদের নৌকাগুলোতে মাছ ধরার সরঞ্জাম এবং সদ্য ধরা মাছও পাওয়া গেছে, যা ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ মাছ ধরার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।
পরবর্তীতে তিনটি নৌকা এবং ৭৯ জেলেকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ এলাকায় নিয়ে মেরিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল