এফএনএস স্পোর্টস:
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার আফগানিস্তানের রশিদ খান। আইপিএল, বিগবেশ, পিএসএল, সিপিএল ও বিপিএলসহ প্রায় সব ফ্রাঞ্জাইজি লিগে তার পদচারণা। পারফরম্যান্স ছাড়াও বিভিন্ন কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন। গত বছর গুঞ্জন উঠেছিল, রশিদ খান নাকি বলেছেন যে, আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোর আগ পর্যন্ত তিনি বিয়ে করবেন না! তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন রশিদ খান। সম্প্রতি সেখান থেকেই এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এমন কথা কখনোই বলেননি। রশিদ খান বলেন, ‘আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোর আগ পর্যন্ত আমি বিয়ে করব না! সত্যি বলতে আমি কখনো এভাবে বলিনি। আর এটা শোনার পর খুব অবাক হয়েছিলাম। আমি কেবল বলেছিলাম, আগামী তিন বছর প্রচুর খেলা আছে। তিনটি বিশ্বকাপও আছে। তাই আমার মনোযোগ ক্রিকেটেই থাকবে, বিয়ে নয়।’
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর