ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) হিসেবে পরিচিত কোটিপতি জাহাঙ্গীর আলম ওরফে ‘পানি জাহাঙ্গীর’-এর স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহার নিজের নামে ছয় কোটি আশি লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামীর সহায়তায় তিনি দুটি ব্যাংকের চারটি শাখায় সাতটি সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ টাকা লেনদেন করেন এবং এই অর্থ উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক মামলা করেছে।
আবেদন অনুযায়ী, কামরুন নাহার নিয়মিত আয়কর দাতা। তার আয়কর সংক্রান্ত নথিপত্র ঢাকার কর অঞ্চল–৫-এর সার্কেল–১০৩-এ সংরক্ষিত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১৩–১৪ থেকে ২০২৩–২৪ করবর্ষ পর্যন্ত তার মূল আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে দুদক জানায়।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, “আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।”
সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই পানি জাহাঙ্গীরকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। জনমনে প্রশ্ন ওঠে—যদি একজন পিয়নের সম্পদ ৪০০ কোটি টাকা হয়, তবে তার মন্ত্রী-এমপি ও দলের নেতাদের সম্পদের পরিমাণ কত হতে পারে!
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল