November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 6:10 pm

পুলিশের সামনেই ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, এসআই ক্লোজড

 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল বের হওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ক্লোজড হয়েছেন। পাশাপাশি তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করেই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ—পুলিশের সামনেই এই মিছিল হলেও তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ‘সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ’ ও ‘মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ’ লেখা দুইটি পৃথক ব্যানারে প্রায় ২৫–৩০ জন ব্যক্তি স্লোগান দিতে দিতে বাজার এলাকা প্রদক্ষিণ করছেন। এ সময় পাশ দিয়ে একটি পুলিশের টহল গাড়ি চলে গেলেও তারা নির্বিকার থাকে। মিছিল শেষে এক জায়গায় দাঁড়িয়ে একজন বক্তব্যও রাখেন।

খোঁজ নিয়ে জানা গেছে— যুবলীগের মিছিলের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু আর ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ শাওন।

ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করে। তারা হলেন—মকবুল হোসেন দেওয়ান (৫৪), সভাপতি, মালখানগর ইউনিয়ন যুবলীগ মো. সোহেল শেখ (৩৫), মন্টু ভূইয়া (৩০)।

স্থানীয়রা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার প্রতিক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী শাটডাউন কর্মসূচির সমর্থনে এ মিছিল হয়।

মিছিলের বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তাদের আটক করার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।”

তিনি আরও জানান, মিছিলকারীদের আটক করতে ব্যর্থ হওয়ায় সিরাজদিখান থানার এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এনএনবাংলা/