November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 6:52 pm

আইটি ব্যবসার আড়ালে অনলাইনে সিসা কারবার, ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার ২

 

রাজধানীতে আইটি ব্যবসার আড়ালে অনলাইনে অর্ডার নিয়ে নিষিদ্ধ মাদক সিসা সরবরাহ করত একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় জব্দ করা হয়েছে ১৮ কেজি সিসা, যা সাম্প্রতিক সময়ে দেশের সর্বোচ্চ উদ্ধার।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ।

গ্রেপ্তার দুইজন হলেন আব্দুল আলিম ওয়াসিফ — চক্রের নিয়ন্ত্রক ও ‘ইনোভেট’ নামে আইটি দোকানের মালিক এবং আশিকুর রহমান সামি — ডেলিভারিম্যান, অনলাইন অর্ডার অনুযায়ী রাজধানীতে সিসা সরবরাহ করতেন।

রোববার রাতে বাড্ডা ও হাতিরঝিলে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখা উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসির মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সিসা কেনাবেচার বিষয়ে দীর্ঘদিন ধরেই নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি দল প্রথমে ডেলিভারিম্যান সামির সঙ্গে যোগাযোগ করে হাতিরঝিলে ডেলিভারির সময় ঠিক করে।

রোববার রাত ১১টায় হাতিরঝিল মহানগর প্রকল্প এলাকায় সামি সিসার জারভর্তি ব্যাগ নিয়ে পৌঁছালে তাকে আটক করা হয়। তার স্কুলব্যাগে পাওয়া যায় ২ কেজি সিসা।

জিজ্ঞাসাবাদে সামি জানায় যে ওয়াসিফের পক্ষে সে সিসা ডেলিভারি দিতেন।

সামির দেওয়া তথ্য অনুযায়ী ডিএনসি দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ‘ইনোভেট’ দোকানে অভিযান চালায়। সেখানে সন্দেহজনক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর দোকানের মালিক ওয়াসিফকে আটক করা হয়। স্টোররুম তল্লাশিতে উদ্ধার করা হয়— ১৬ কেজি সিসা (১৬ জার), ৩টি হুক্কা সেট, ২টি পাইপ, ১০ প্যাকেট চারকোল, আইফোন ১৩ এবং ৫টি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা।

ওয়াসিফ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সিসা সরবরাহ করতেন তিনি।

ডিএনসি মহাপরিচালক বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/