রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেড ঘরবাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৭টা ৩৮ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি এবং বারিধারা ফায়ার স্টেশনের দুটি, মোট চারটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রিকশা গ্যারেজ ও পাশের টিনশেড বাসাবাড়িগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে আগুন লেগেছে এবং মোট কতটুকু ক্ষতি হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কুড়িলের ব্যস্ত জনবহুল এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল