November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 12:57 am

জাপাকে নির্বাচনে সুযোগ দিলে নির্বাচন বয়কটের হুশিয়ারি গণঅধিকার পরিষদের

 

ঝিনাইদহের সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে গণঅধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে তিনি অভিযোগ করেন, ভারতের সহায়তায় আওয়ামী লীগের ‘ডামি প্রার্থীরা’ স্বতন্ত্র প্রার্থী সেজে নির্বাচনে নামার চেষ্টা করছে। একইভাবে জাতীয় পার্টিও ভারতীয় মদদে নির্বাচনে অংশ নিতে ‘অপচেষ্টা’ চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, “ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।”

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তার অভিযোগ, ভারত যদি আবারও ‘লেন্দুপ দর্জি-স্টাইলে’ তাবেদার শাসক বসাতে চায়, তবে দেশের জনগণ তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ আর কোনো তাবেদার সরকার মেনে নেবে না। ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়া হবে। ভারতের দাদাগিরি আর মানা হবে না।”

আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাঠে নামানোর মাধ্যমে আগামী নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, জনগণের শক্তি দিয়ে এই ‘ষড়যন্ত্র’ ব্যর্থ করা হবে।

এনএনবাংলা/