Wednesday, November 19th, 2025, 2:02 am

রাজধানীর গুলিস্তানে রমনা ভবনে আগুন

 

রাজধানীর গুলিস্তান মোড়ে ছয়তলা রমনা ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধ্যরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।

তিনি আরও বলেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে স্থানীয়রা আতঙ্কিত হন। ফায়ার সার্ভিসের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনার পর গুলিস্তান ও সিদ্দিকবাজার এলাকা ঘিরে ফায়ার সার্ভিস সতর্কতা জারি করেছে এবং ভবনের আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এনএনবাংলা/