November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 4:58 pm

দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। আগুন লাগার পর প্রথমে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়লে জয়দেবপুর, শ্রীপুরসহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কারখানায় আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের পাশে আতঙ্ক সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে কেউ হতাহত হয়নি।

এনএনবাংলা/