রংপুর ব্যুরো:
রংপুরে গংগাচড়ায় বৃদ্ধকে হত্যার পর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ফেলে রাখার অভিযোগে মামলা; র্যাব-১৩ এর অভিযানে একজন আসামি গ্রেফতার। গতকাল বুধবার দুপুরে র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান গত ১৮/০৫/২০২৫ তারিখ রাত ৩ দিকে বাদী থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন যে, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় ভিকটিম সাজু মিয়ার লাশ পাওয়া গেছে। ভিকটিমের আত্মীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে শনাক্ত করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি গংগাচড়া থানার হত্যা মামলা দায়ের করেন; বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম সাজু মিয়ার সাথে গ্রেফতারকৃত আসামি মোঃ তৈয়ব আলী এবং সহযোগী আসামিগণের প্রায় ৬ মাস পূর্বে আর্থিক লেনদেন সংক্রান্তে ঝগড়া, কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। পরে স্থানীয় লোকজনদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণ হয়। এরই জেরে গত মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে ডেকে ভিকটিমকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিকটিমকে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে দেয়। ঘটনাটি মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জেলার গংগাচড়া থানাধীন কুটিরঘাট ঘাঘট নদীর তীর সংলগ্ন আবুল কালাম আজাদ মিয়ার দোকানের পাশে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মোঃ তৈয়ব আলী (৩৬) গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেবে- প্রিন্স
প্রতিশোধ নয়,পরিবর্তনের রাজনীতিতেই বিশ্বাসী বিএনপি : আজিজুল বারী হেলাল
কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা