November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 6:53 pm

সাপাহারে ক্রয়কৃত সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ফারুক হোসেন নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, তিনি গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে ৩৮৮১ নম্বর দলিলের মাধ্যমে ভাতকাড়া মৌজার ১০৭ নম্বর দাগে মোট ৭৬ শতক জমির মধ্যে পশ্চিম পাশের সাড়ে ২৮ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি মালিকানা নির্দেশক সাইনবোর্ড স্থাপন করে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন।

অভিযোগ রয়েছে, একই এলাকার মোঃ সামসুল হক (৬৫), মোসাঃ সায়েদা বেগম (৫৫), মোঃ মিজানুর রহমান (৪২), মোঃ রবিউল ইসলাম (৩৫), মোঃ বুলবুল আলম (৫০), মোঃ সাদেকুল ইসলাম (৫৪) ও মোঃ আঃ মালেক (৪০) ওই জমিটি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তারা মালিকানা সাইনবোর্ড ভেঙে জমি দখলের চেষ্টা করলে ফারুক হোসেন সাপাহার থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে সাইনবোর্ড ভাঙা ও চুরির অভিযোগে আদালতে মামলাও করেন। বর্তমানে ওই জমিতে গেলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ফারুক হোসেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ফারুক হোসেন বলেন, “আমি সব কাগজপত্র অনুযায়ী বৈধভাবে জমিটি ক্রয় করেছি এবং ভোগদখল করছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক আমার সম্পত্তি দখল করতে নানা হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে এবং আমার ক্রয়কৃত জমি নিজেদের সম্পত্তি দাবী করে প্রচার করছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

অন্যদিকে প্রতিপক্ষ বুলবুল আলমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমার সাথে ফারুক হোসেনের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। জমির মূল মালিকের কাছে থেকে আমিই প্রথম ওই জমি ক্রয় করে প্রায় ৫০ বছরের অধিক সময় ধরে ভোগ দখল করে আসছি। পরবর্তীতে দেখা যায়, সামসুল হক, এরপর ফারুক হোসেন নামে আরো দুই দলিলে ওই জমি বিক্রি হয়েছে।