Wednesday, November 19th, 2025, 6:55 pm

রংপুরে জীবিকা বিষয়ক দিনব্যাপী গোলটেবিল বৈঠক

রংপুর ব্যুরো :

প্রশিক্ষন, আর্থিক বিনিয়োগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিরাপদ জীবিকা সম্ভব, এমন তথ্য উঠে এসেছে  সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত রংপুরে জীবিকা বিষয়ক দিনব্যাপী গোলটেবিল বৈঠকে।

গতকাল বুধবার বেলা ১২টায় ফাইন্ডেশনের কনফারেন্স রুমে এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী। ফাইন্ডেশনের আঞ্চলিক পরিচালক মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং আঞ্চলিক ব্যবস্থাপক তাজমুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় তথ্যচিত্র উপস্থাপন করেন লাইভহুড বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক মো: আালম আকবর। এতে বিশেষ আলোচক ছিলেন ফাইন্ডেশনের জেলা ম্যানেজার মো: নাছরুল্লাহ এফ খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, রংপুর বিভাগীয় মৎস্য পরিচালক মো: আয়নাল হক, জেলা প্রাণি সম্পদ বিভাগের ডা: মো; রফিকুল আলম,বিভাগীয় সমবায় অধিদপÍর এর উপ নিবন্ধক মো: মাসুদ পারভেজ, যুব উন্নয়ন অধিদপÍর এর সহকারী পরিচালক মো: আখিরুন ইসলাম। গোলটেবিল বৈঠকে রংপুর বিভাগের ৫ জেলার সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপকারভোগী ১০ মহিলা সংগঠক সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধিরা  অংশ গ্রহন করেন।