জেলা প্রতিনিধি, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী বনরাণী রিসোর্ট এলাকার জঙ্গল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১৯ নভেম্বর, বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ।
পুলিশ ও স্থানীয়রা জানায় , ধারনা করা হচ্ছে, ওই নারীকে ৪/৫ দিন আগে হত্যা করে রাতের আধারে এখানে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল এবং মুখমণ্ডল বিকৃত যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পাশ থেকে একটি মোবাইল, দুটি মোবাইল সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন বলেন, মরদেহের মুখ বিকৃত হওয়ায় লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

আরও পড়ুন
নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেবে- প্রিন্স
প্রতিশোধ নয়,পরিবর্তনের রাজনীতিতেই বিশ্বাসী বিএনপি : আজিজুল বারী হেলাল
কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা