November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 7:03 pm

উত্তরা ইপিজেডে সনিক (বাংলাদেশ) লিমিটেডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

‎নীলফামারী প্রতিনিধি:

‎উত্তরা ইপিজেডের সনিক (বাংলাদেশ) লিমিটেড শ্রমিকদের ধারাবাহিক কর্মবিরতি, উচ্ছৃঙ্খল আচরণ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) প্রতিষ্ঠানটির পরিচালক মি. সু ইয়ংবাও (পোলো) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

‎নোটিশে বলা হয়, গত ১৬ নভেম্বর কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকের বাইরে বেআইনী দাবি-দাওয়া উত্থাপন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে বেআইনি কর্মবিরতি শুরু করেন।‎

‎কারখানা কর্তৃপক্ষ বারবার আহ্বান জানালেও শ্রমিকরা কাজে যোগদান না করে উচ্ছৃঙ্খলতা অব্যাহত রাখেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ শ্রমিকদের উত্থাপিত দাবির বিষয়ে সিদ্ধান্ত জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

‎সনিক বিডি লিমিটেডের এজিএম শওকত হোসেন বলেন, শ্রমিকদের এ আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘটের পর্যায়ে পড়ে। শ্রমিকদের বাধা, অযৌক্তিক আচরণ, জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা এবং সার্বিক অস্থিতিশীলতার কারণে কারখানার নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব না হওয়ায় প্রতিষ্ঠানটি আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

‎কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণার সিদ্ধান্ত ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার থেকে কার্যকর হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশের মাধ্যমে কারখানা পুনরায় খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।