জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে ডামুড্যা থানার পক্ষ থেকে মুসলিম হিন্দু এর মধ্যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, বিশেষ অতিথি দারুল আমান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন খান, দারুল আমান ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোমিনুল হক মিন্টু সিকদার, শ্রী রিপন চন্দ্র পাল, দারুল আমান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন অলক কাজী, স্বাগত বক্তব্য রাখেন সিড্যা ইউ.পি সদস্য প্রশান্ত পাল, শংকর মালো, ডামুড্যা থানার এস.আই সিরাজুল ইসলামের সঞ্চালনায় শরীফ আহমেদ বলেন ডামুড্যা উপজেলায় দলমত নির্বিশেষে যার যার ধর্ম পালন করবেন। এতে কোন দ্বিধাদ›দ্ব থাকবেনা। এবার সারদীয় দূর্গা উৎসব প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির টানা ৭ দিন কোরআন খতম ও দোয়া মাহফিল
কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ!
ভারতীয় মোবাইল ডিসপ্লে-সহ ফুলবাড়ীর এক যুবক লালমনিরহাটে আটক