ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বৈঠকে ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ-স্তরের বৈঠকে যোগ দিতে ড. খলিলের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এই সফরকে কেন্দ্র করেই অজিত দোভালের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনও উপদেষ্টার ভারত সফরের দ্বিতীয় ঘটনা। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রচারণায় তারেক রহমান-সাবেক রাষ্ট্রপতি জিয়ার ছবি ব্যবহার নিয়ে আপত্তি জানালো এনসিপি
৩ ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা