ঢাকার অর্থ ঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান আজ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং তার স্ত্রী সুফিয়া আমজাদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
এই সিদ্ধান্তটি জনতা ব্যাংকের ৭৫ কোটি ২২ লাখ টাকার খেলাপি ঋণের মামলার প্রেক্ষিতে নেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট সরকারি ও ব্যাংকিং সংস্থাগুলোকে এ আদেশের কপি পাঠানো হবে, যাতে তারা প্রয়োজনে কার্যকর ব্যবস্থা নিতে পারে।
অর্থ ঋণ আদালতের এই কঠোর পদক্ষেপ অর্থনীতির স্বচ্ছতা ও ব্যাংকিং খাতের দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রচারণায় তারেক রহমান-সাবেক রাষ্ট্রপতি জিয়ার ছবি ব্যবহার নিয়ে আপত্তি জানালো এনসিপি
৩ ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক, অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ