মিয়ানমারের রাখাইন উপকূলীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি তিনটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি।
আটক জেলেদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা বলেও জানা গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সশস্ত্র এই গোষ্ঠী।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় টেকনাফের কলেজপাড়া এলাকার জাকিরের মালিকানাধীন ট্রলারসহ ৬ জন রোহিঙ্গা জেলে আটক হয়। এছাড়া, আরও দুটি ট্রলার ও ১০ জন জেলেকে আরাকান আর্মির হেফাজতে রাখা হয়েছে। এই জেলেদের পরিবারের সঙ্গে এখনও সরাসরি যোগাযোগ হয়নি।
রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, বাংলাদেশি মাছ ধরার নৌকার অবৈধ অনুপ্রবেশ রোধে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল পরিচালনা করছে। গত মঙ্গলবার বিকেলে মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম সাগর থেকে ৬ জন জেলেসহ একটি ট্রলার আটক করা হয়। একই দিনে রাথেডং টাউনশিপ উপকূলে ৩.৫৮ কিলোমিটার দূরে আরও দুটি ট্রলারসহ ১০ জেলে আটক হয়।
আটককৃত ট্রলার ও জেলেদের জব্দকৃত মালপত্রসহ আরাকান কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হয়েছে। আরাকান অঞ্চলের আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা মুক্তি দেয়া হয়েছিল। তবে সাম্প্রতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরাকান কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যানার-পোস্টারে নগর দূষণকারীদের তালিকা প্রকাশ করবে ডিএনসিসি
প্রচারণায় তারেক রহমান-সাবেক রাষ্ট্রপতি জিয়ার ছবি ব্যবহার নিয়ে আপত্তি জানালো এনসিপি
সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা