November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 8:33 pm

প্রচারণায় তারেক রহমান-সাবেক রাষ্ট্রপতি জিয়ার ছবি ব্যবহার নিয়ে আপত্তি জানালো এনসিপি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে প্রচারণায় বিএনপির তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজনৈতিক দলের সংলাপে এনসিপির নেতারা এই সুপারিশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও সংলাপে উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, “বিএনপির দলীয় প্রধান এখন খালেদা জিয়া। ওনার ছবি ব্যবহারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে এটি নিয়ন্ত্রণের জন্য সুস্পষ্ট নির্দেশনার দাবি জানিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়েছি, প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি, দলীয় প্রতীক ও দলের প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। এখন দেখা যাক নির্বাচন কমিশন কতটা কার্যকরভাবে এটি প্রয়োগ করতে পারে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, “গণভোটের দিন আসতে আর বেশি সময় বাকি নেই, অথচ ইসির প্রস্তুতি আমরা পর্যবেক্ষণ করছি না। আমরা ইসিকে দ্রুত গণভোট প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছি।”

এনএনবাংলা/