জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে নতুন চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও সংযুক্ত করা হবে।
পুলিশ সূত্র জানায়, ট্রাইব্যুনালের রায়ের কপি হাতে পাওয়া মাত্রই ইন্টারপোলের উদ্দেশে এ চিঠি পাঠানো হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে দুটি চিঠি পাঠানো হলেও, ইন্টারপোল নোটিশ জারির যৌক্তিকতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চাইছিল।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দু’জনই পলাতক ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী অভ্যুত্থানের পর পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। একই সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও ভারতে আশ্রয় নেন।
রায় কার্যকর করতে তাদের দেশে ফেরানোর বিষয়টি এখন আরও জোরালো দাবি হিসেবে উত্থাপিত হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আগে থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছিল। তবে তখন মামলা বিচারাধীন থাকায় চিঠিতে দণ্ডের বিষয়টি উল্লেখ করা হয়নি। এখন রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডের তথ্য যুক্ত করে নতুন চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সহজ নাও হতে পারে। তাই ইন্টারপোলের মাধ্যমে প্রচেষ্টা জোরদার করা হচ্ছে, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিজেদের উদ্যোগে কাজ করছে।
রায় ঘোষণার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে; প্রয়োজন হলে আরও পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তারা আরও বলেন, এটি রাজনৈতিক উদ্যোগ নয়; একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগের চিঠিগুলো পাঠানোর সময় তারা শুধু পরোয়ানাভুক্ত ছিলেন, কিন্তু এখন দণ্ডপ্রাপ্ত হওয়ায় ইন্টারপোলের নোটিশ জারির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না : দুদক চেয়ারম্যান
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল