November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 4:10 pm

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

 

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরের প্রথম দিনই ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগদানের আগে দুই নেতা সংক্ষিপ্ত একান্ত আলাপে বসতে পারেন বলে জানা গেছে।

এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া— এসব ক্ষেত্রের সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ভুটানের প্রধানমন্ত্রী।

তিন দিনের সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এনএনবাংলা/