ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার তত্ত্বটি প্রথম প্রবর্তন করেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম।
তিনি অভিযোগ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তার দাবি, এই ব্যবস্থাবিহীন বিগত জাতীয় নির্বাচনগুলো ইতিহাসে ‘কলঙ্কিত নির্বাচন’ হিসেবে চিহ্নিত হয়ে আছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতের মতো যদি আবারও ‘পাতানো নির্বাচন’ আয়োজনের চেষ্টা হয়, তাহলে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
তিনি আশা প্রকাশ করেন, রায়ের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের ইতিবাচক ধারায় ফিরে আসবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল