জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেনীর কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান ও শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ২০ নভেম্বর দুপুরে কলেজ মিলনায়তনে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। কলেজের প্রদর্শক শমরেশ দাসের পরিচালনায় ও কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ বাহার, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা বানু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত রায়, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: হেলাল খান, জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেব, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মালিক হোসেন, ইংরেজি বিভাগের বিভাগিয় প্রধান মো: গোলাপ মিয়া, প্রভাষক মাহবুবুর রহমান, আক্তার হুসেন, সাফায়েত উল্লা, মিঠন চক্রবর্তী, মারুফ কিবরিয়া, প্রাক্তন শিক্ষার্থী হাসান আল মাহমুদ রাজু, তুফায়েল বেগ, এম এ কাইয়ুম, শিপন মিয়া প্রমুখ। অনুষ্টানে যুক্তরাজ্য প্রবাসী ও কলেজের প্রাক্তন প্রভাষক জালাল উদ্দীন চৌধুরীর অর্থায়নে কলেজের ৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার