কুড়িগ্রাম প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার মধ্যবাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে ২টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ১০০০ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
এতে মোবাইল কোর্ট পরিচালনাকালে পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার