November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:32 pm

ভাঙ্গুড়ায় নিখোঁজ টেইলর মাষ্টারের লাশ উদ্ধার

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া বাজারের নিখোঁজ সেঞ্চুরী টেইলর মাষ্টারের লাশ অবশেষে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে। তার নাম জিয়াউর রহমান জিয়া,বয়স ৫০ বছর। তিনি ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা বাঁধ পাড়ার বাসিন্দা।

জানাগেছে,জিয়া গতকাল বুধবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে কোথাও পাননি। অবশেষে বৃহস্পতিবার ভোরে তারা জানতে পারেন ঢাকা-ঈশ^রদী রেল লাইনের মাঝপাড়া ইউনিয়নের ৯ নম্বর রেল সেতুর সামনে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে।

মাঝপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আশরাফুল ইসলাম জানান, গতকাল বুধবার  সন্ধ্যায় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে।  স্থানীয় অধিবাসীরা জানান,জিয়া নিখোঁজ হবার আগে বলেছিলেন তিনি আর বাঁচতে চাননা। কারণ অভাব তাকে তেড়ে বেড়াচ্ছে।

জিয়ার চাচাতো ভাই জাকির হোসেন বলেন,জিয়া কাউকে কিছু না বলে হঠাৎ নিরুদ্দেশ হন। তবে কয়েক মাস যাবত তিনি মানসিক ভাবে অসুস্থছিলেন বলে জানা যায়।

রেলওয়ে সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জদুলাল উদ্দিন বলেন,লোকটি বুধবার সন্ধ্যায় রেল লাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন পিছন থেকে ট্রেন আসলে তিনি কাটা পড়েন।  ময়না তদন্তের পর আজ বৃহস্পতিবার বিকালে লাশ তার পরিবারের কাছে  হস্তান্তর করা হবে বলে তিনি জানান।।

ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): ট্রেনে কাটা পড়ে নিহত হন জিয়াউর রহমান।