November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:44 pm

সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমানউল্লাহ আমান

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও  অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রচারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি,আলহাজ্ব আমান উল্লাহ আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার দেখে একটি গোষ্ঠী নির্বাচন ও বিএনপিকে নিয়ে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন