November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 8:32 pm

ন্যান্‌সি ও ইমরান নতুন করে গাইলেন ‘আমি পাথরে ফুল ফোটাব’

 

‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটি নতুন আঙ্গিকে ফিরে আসছে। ১৯৯৭ সালের ‘শেষ ঠিকানা’ সিনেমার জনপ্রিয় গানটি এবার নতুন ভার্সনে গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক গানটির রেকর্ডিং ইতিমধ্যেই শেষ করেছে।

গানটির নতুন আঙ্গিকের শিরোনাম রাখা হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। মূল গানের হুক লাইন ব্যবহার করে নতুনভাবে লিখেছেন আহমেদ রিজভী, সংগীত ও সুর করেছেন ইমরান মাহমুদুল। গানটির রেকর্ডিং ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে।

ইমরান মাহমুদুল জানান, ‘আমি পাথরে ফুল ফোটাব’ একটি সুপরিচিত গান। এই হুক লাইন ব্যবহার করে নতুনভাবে লেখা হয়েছে গানটি। দীর্ঘদিন পর ন্যান্‌সি আপুর সঙ্গে আবার গান গেয়ে আনন্দিত। আশা করছি, নতুন এই ভার্সনও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

তবে গানটিই একমাত্র নয়। ন্যান্‌সি ও ইমরান আরও একটি গান রেকর্ড করেছেন, যেখানে ন্যান্‌সির সহশিল্পী হিসেবে আছেন মিলন। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানটি লিখেছেন ইমরান।

ভিডিও শুটিং হবে বড় আকারে মালয়েশিয়াতে, পরিচালনায় থাকবেন সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং শুরু হবে। চূড়ান্ত মডেল নির্বাচন ও প্রি-প্রোডাকশন শেষে নতুন বছরের শুরুতে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

এনএনবাংলা/