November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 21st, 2025, 4:44 pm

ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় ভূমিকম্পের সময় বৈদ্যুতিক তারের ঘর্ষণে স্থানীয় একটি তুলার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার কারখানার দেয়ালে আঘাত করে এবং স্পার্কে ছড়িয়ে পড়ে। এই ফুলকি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারখানার হাইড্রলিক প্রেস মেশিনের তেলের ড্রামে আগুন দ্রুত ছড়িয়ে যায়। আগুনে ধোঁয়ায় তিনজন শ্বাসকষ্টে আক্রান্ত হন; তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কারখানার মালিক জুলহাস মিয়া জানান, আগুন লাগার সময় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ বৈদ্যুতিক খুঁটির দুই তার সংস্পর্শে এসে আগুনের ফুলকি তুলার ওপর পড়ে। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেছেন।

স্থানীয় তুলা ব্যবসায়ী মনির হোসেন জানান, এই কারখানায় বিভিন্ন কারখানার তুলা জড়ো করে গাইট বাঁধা হয় এবং পরে ভারত, নেপাল, চীনসহ বিদেশে রপ্তানি করা হয়। আগুনে ব্যবসায়ীদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জুন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গণী জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের ডোবার পানি সংগ্রহে সুবিধা হয়। তবে এত বড় কারখানায় কোনো ফায়ার সেফটি ব্যবস্থা চোখে পড়েনি।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

এনএনবাংলা/