November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 21st, 2025, 7:31 pm

ড. ইউনূস ও খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ সেনাকুঞ্জে

ছবি: পিআইডি

 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর সেনানিবাসস্থ সেনাকুঞ্জে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সাক্ষাৎকালে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

খালেদা জিয়া ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার কথাও জানতে চান এবং তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানান।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সনের কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/