Friday, November 21st, 2025, 11:24 pm

খুলনায় যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

 

খুলনার মধ্য হরিণটানা এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

আহত যুবকের নাম রাজু (২৮)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি আজাদ মেম্বারের বাড়ির সামনে ঘটে। গুরুতর আহত রাজুর চিকিৎসা চলছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসেইন মাসুম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। আমরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ আশ্বস্ত করেছেন, দ্রুততার সঙ্গে অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

এনএনবাংলা/