November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 2:35 pm

ঢাকায় পৌঁছে ভূমিকম্পে হতাহতের খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

 

৩ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরে পৌঁছেই ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

ড্রুকএয়ারের যে বিমানে প্রধানমন্ত্রী টোবগে এসে পৌঁছান, সেটি সকাল ৮টা ১৫ মিনিটে শাহজালালে অবতরণ করে। পরে ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী টোবগেকে অস্থায়ী সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ দফা তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী টোবগের সম্মানে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।

এনএনবাংলা/